ক্রিকেটকে বিদায় জানালেন তুষার ইমরান

তুষার ইমরান

ক্রিকেটকে বিদায় জানালেন তুষার ইমরান

অনলাইন ডেস্ক

অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি খেলোয়াড় তুষার ইমরান। তবে ইঞ্জুরির কারণে মাঠ থেকে বিদায় নেওয়া হচ্ছে না দেশের ঘরোয়া ক্রিকেটে একমাত্র দশ হাজারের বেশি রান করা তুষার ইমরানের।  

খেলতে না পারলেও সবধরনের ক্রিকেটকে বিদায় জানাতেই মূলত রোববার সাভার বিকেএসপি মাঠে যাবেন তুষার। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আগামীকাল (রোববার) প্রথম শ্রেণির ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে মাঠে যাব।

দোয়া করবেন। ’

আন্তর্জাতিক ক্যারিয়ারকে খুব বেশিদূর নিয়ে যেতে না পারলেও ২১ বছরের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১২ হাজার রান তার ঝুড়িতে। এ মৌসুমে সুযোগ ছিল ১২ হাজার রানের মাইলফলক ছোঁয়ার।  

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮২ ম্যাচে ৩২ সেঞ্চুরি ও ৬৩ ফিফটিতে ৪২.৭৫ গড়ে ১১৯৭২ রান করেছেন তিনি।

এছাড়া লিস্ট এ ক্রিকেটে এক সেঞ্চুরি ও ৩০ ফিফটিতে তার সংগ্রহ ৪৪৩৯ রান। আন্তর্জাতিক ক্রিকেটে ৫ টেস্টে ৮৯ ও ৪১ ওয়ানডে ৫৭৪ রান করেছেন তুষার ইমরান।

আরও পড়ুন:

বাবা ইমরান শরীফের কাছেই থাকবে জাপানী দুই শিশু


news24bd.tv/ নকিব