মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের গুহ পাড়া এলাকা থেকে ৫নং ওয়ার্ডের এক মেম্বার পদপ্রার্থী দেলোয়ার ফকিরের ছেলে আসিফ ফকির(২১) ও মেহেদী বেপারীকে (১৯) দেশী অস্ত্রসহ আটক করেছে ডিবি পুলিশ।
রোববার দুপুরে তাদেরকে আটক করা হয়। আটককৃত আসিফ ফকির সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের গুহপারা গ্রামের ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী দোলেয়ার ফকিরের ছেলে এবং একই এলাকার আক্কেল বেপারীর ছেলে মেহেদী বেপারি।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানান, আগামী ২৮ তারিখ ইউপি নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তার করার লক্ষ্যে একটি গ্রুপ দেশীয় অস্ত্র মজুদ বাড়াচ্ছে।
আরও পড়ুন
অভিষেক ম্যাচে খেলতে নেমে আঘাতে হাসপাতালে ক্রিকেটার
বাবাকে অস্ত্র ঠেকিয়ে মেয়েকে অপহরণের চেষ্টা, আটক ৫
মাঠে ঢুকে পড়া সেই মোস্তাফিজের ভক্তের ৭ দিন রিমাণ্ড চায় পুলিশ
এ ব্যাপারে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রোববার দুপুরে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের গুহপারা গ্রামে অভিযান চালায়।
গ্রামের রাস্তার পাশে দোকান থেকে হাতে নাতে আসিফ ফকির ও মেহেদী বেপারিকে দেশীয় অস্ত্রসহ আটক করে। এ সময় তার দোকান তল্লাসী চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা চলমান রয়েছে।
news24bd.tv/ কামরুল