আফিফকে বল ছুড়ে মারায় শাস্তি পেলেন শাহিন আফ্রিদি

আফিফের দিকে বল ছুঁড়ে মারেন শাহিন আফ্রিদি

আফিফকে বল ছুড়ে মারায় শাস্তি পেলেন শাহিন আফ্রিদি

অনলাইন ডেস্ক

বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগার ব্যাটসম্যান আফিফ হোসেনের দিকে বল ছুঁড়ে মারায় পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদিকে জরিমানা করা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর লেভেল ১-এর কোড অব কন্ডাক্ট ভাঙেন শাহিন। কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.৯ ভঙ্গ করেন তিনি।

পাকিস্তানি পেসারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার সঙ্গে আনুষ্ঠানিক ভর্ৎসনার পাশাপাশি ১ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন আফ্রিদি।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা রোববার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ফিল্ড আম্পায়ার গাজী সোহেল, সোহেল তানভীর এবং থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল আর চতুর্থ আম্পায়ার শরফদ্দৌলা ইবনে সৈকত অভিযোগ গঠন করেন। পরে আফ্রিদি তার অপরাধ স্বীকার করায় শুনানির প্রয়োজন পড়েনি।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।

নিজের দ্বিতীয় ওভারে আফিফের কাছে ছ্ক্কা খেয়ে মেজাজ হারান শাহিন আফ্রিদি।

আরও পড়ুন:


জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য সরিয়ে নিতে চিঠি

এবার অন্যরকম পুরস্কার পেলেন জয়া

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের


তৃতীয় ওভারে তার লেগ স্টাম্পে থাকা একটি ডেলিভারিকে ফ্লিক শটে সীমানার বাইরে পাঠান আফিফ। পরের বলটি আফিফ সমীহ করে ছেড়ে দেন। আফিফের ডিফেন্সে বল ব্যাটে লেগে বোলার শাহিনের কাছেই ফিরে যায়। সেই বল কুঁড়িয়েই ক্রিজে থাকা আফিফের  দিকে সজোরে ছুঁড়ে মারেন আফ্রিদি।

শাহিনের সেই থ্রো গিয়ে লাগে আফিফের পায়ের পেছন দিকে। ব্যথায় তখনই ক্রিজে পড়ে যান আফিফ।  

news24bd.tv নাজিম