দীর্ঘ ২৫ বছর অপেক্ষার পর অবশেষে প্রেসিডিয়ামে স্থান হলো রাজশাহীর কোনো নেতার। জাতীয় নেতার সন্তান এএইচএম খায়রুজ্জামান লিটনের অন্তর্ভুক্তি উত্তরাঞ্চলে আওয়ামী লীগের রাজনীতিতে গতি বাড়াতে ভূমিকা রাখবে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামান, প্রয়াত প্রতিমন্ত্রী ডা. আলাউদ্দিন ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনের আগে ডা. আলাউদ্দিন দল ত্যাগ করে সেই পদটি হারান।
জাতীয় সম্মেলনের আগে প্রতিবারই দাবি ওঠে এএইচএম খায়রুজ্জামান লিটনকে প্রেসিডিয়ামে নেয়ার। ২৫ বছরের অপেক্ষায় অবশেষে প্রেসিডিয়ামে স্থান হয়েছে লিটনের।
আরও পড়ুন:
জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য সরিয়ে নিতে চিঠি
এবার অন্যরকম পুরস্কার পেলেন জয়া
ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের
প্রেসিডিয়ামে এএইচএম খায়রুজ্জামান লিটনের অন্তর্ভুক্তি উত্তরাঞ্চলে আওয়ামী লীগের রাজনীতিতে যে শূন্যতা ছিল, তা পূরণ হলো। রাজনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাতেও ভূমিকা রাখবে মনে করছেন নেতারা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, উত্তরাঞ্চল আওয়ামী লীগের রাজনীতির জন্য অনুর্বর এলাকা। আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে লিটনের ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হলো।
এখন অপেক্ষা স্থানীয় সরকার নির্বাচনে সহিংসা বন্ধ, উত্তরাঞ্চলের রাজনীতিতে আওয়ামী লীগের জনমত তৈরিতে এএইচএম খায়রুজ্জামান লিটন কি ভূমিকা রাখছেন।
news24bd.tv নাজিম