নিয়ম রক্ষার শেষ টি-টোয়েন্টিতে সোমবার (২২ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শের-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর দুইটায়।
দুই ম্যাচ হেরে ইতিমধ্যেই সিরিজ হাতছাড়া হয়েছে মাহমুদুল্লাহর দলের। শেষ ম্যাচটি নিয়ম রক্ষার রলেও স্বাগতিকরা চাইবে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শেষ করতে।
আরও পড়ুন:
জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য সরিয়ে নিতে চিঠি
এবার অন্যরকম পুরস্কার পেলেন জয়া
ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের
এদিকে, তৃতীয় টি-টোয়েন্টিতে শঙ্কা আছে মোস্তাফিজকে নিয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে দ্বিতীয় ওভার বোলিং করার সময় সাইড স্ট্রেইনে ব্যথা অনুভব করেন তিনি। এরপর ব্যথা নিয়েই বোলিং করে যান। তৃতীয় ওভারের পরই মাঠ ছাড়তে হয় তাকে। তাই মোস্তাফিজের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তৃতীয় টি-টোয়েন্টিতে তিনি খেলতে পারবেন কি না সে সিদ্ধান্ত জানাবে বিসিবি।
news24bd.tv নাজিম