ঢাকা আসছেন মালদ্বীপের উপরাষ্ট্রপতি

ছবি সংগৃহীত

তিন দিনের সফরে

ঢাকা আসছেন মালদ্বীপের উপরাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক

আজ সোমবার (২২ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে ঢাকা আসছেন মালদ্বীপের উপরাষ্ট্রপতি ফয়সাল নাসিম।  

দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে তিনি বাংলাদেশে আসছেন।

এই সফরে জনশক্তি রপ্তানি, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন:


পর্ন ভিডিওতে নিজেকে দেখে চমকে গেলেন পাকিস্তানী নারী এমপি!


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ সকাল ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপের উপরাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন।

মালদ্বীপের উপরাষ্ট্রপতি এ সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন বলে সূত্রে জানা গেছে।  

সফরে পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং শিক্ষাসহ বাংলাদেশের একাধিক মন্ত্রীর সঙ্গে ফয়সাল নাসিমের বৈঠক করার কথা রয়েছে। সূত্র: বাসস

 news24bd.tv/ কামরুল