টেস্টে নামার আগে সাকিবকে দিতে হবে ফিটনেস পরীক্ষা

সাকিব আল হাসান

টেস্টে নামার আগে সাকিবকে দিতে হবে ফিটনেস পরীক্ষা

অনলাইন ডেস্ক

বাংলাদেশের পাকিস্তান সফরের টি-টোয়েন্টি সিরিজ শেষ হতে চলেছে আজ। এরপরই চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের পর প্রথম টেস্টে সাকিবকে পাওয়া অনিশ্চিত বাংলাদেশ দলের জন্য।

বিশ্বকাপ চলার সময়েই হ্যামষ্ট্রিং-এর চোটে পড়েন সাকিব।

বিশ্বকাপ শেষ না করেই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে গিয়েছিলেন তিনি।   চোট থেকে সেরে উঠতে তাকে দুই সপ্তাহের জন্য বিশ্রামের পরামর্শ দেওয়া হয়।

চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৬ নভেম্বর। বিশ্রাম শেষে টেস্ট সিরিজ খেলতে রোববার রাত ১১টায় দেশে ফেরার কথা রয়েছে তার।

এই টেস্টে খেলার আগে সাকিবকে দিতে হবে ফিটনেসের পরীক্ষা।

আর চারদিন পরেই শুরু হবে টেস্ট। এই সময়ের মধ্যে সাকিব পুরোপুরি ফিট হতে পারবেন কিনা তার উপরেই নির্ভর করছে প্রথম টেস্টে সাকিবের দলে থাকা না থাকা। তবে প্রথম টেস্টে না খেলতে পারলেও দ্বিতীয় টেস্টে যে খেলবেন তা মোটামুটি নিশ্চিত।

বিসিবি সূত্রে জানা গেছে, সাকিব যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরদিন (সোমবার) জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালাফাতোর সঙ্গে ফিটনেস নিয়ে আলোচনা করবেন। ফিজিও সবুজ সংকেত দিলেই ১৬ সদস্যের প্রথম টেস্টের দলে রাখা হবে সাকিবকে।

আরও পড়ুন:

শেষ ম্যাচ না খেলেই দেশত্যাগ করছেন শোয়েব মালিক


news24bd.tv/ নকিব