দৌড়ানোর দিন শেষ হচ্ছে 'গতিদানব' শোয়েব আখতারের

শোয়েব আখতার

দৌড়ানোর দিন শেষ হচ্ছে 'গতিদানব' শোয়েব আখতারের

অনলাইন ডেস্ক

অবসরে যাওয়ার ১১ বছর পরও চোটের সমস্যা কাটেনি রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস-খ্যাত পেসার শোয়েব আখতারের। হাঁটু প্রতিস্থাপনের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই গতিদানব। অস্ত্রোপচারের পর দীর্ঘদিন দৌঁড়াতেও পারবেন না এই তারকা।

অস্ত্রোপচারের প্রস্তুতির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শোয়েব নিজেই জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় তারকার এমন পোস্ট দেখে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্ত অনুরাগীরা।  

শোয়েব আখতার

দৌড়ানোর সময়ের একটি ছবি পোস্ট করে পাকিস্তানের সাবেক গতিতারকা লিখেছেন, ‘আমার দৌড়ানোর দিনগুলো শেষ হয়ে গেল। পুরো হাঁটু প্রতিস্থাপনের জন্য আমি শিগগিরই অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাব। ’

প্রসঙ্গত, ক্রিকেটের ইতিহাসের অন্যতম দ্রুতগতির বোলার শোয়েব আখতার।

তার সর্বোচ্চ গতিতে করা ডেলিভারিটি ছিল ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার।

আরও পড়ুন:

টেস্টে নামার আগে সাকিবকে দিতে হবে ফিটনেস পরীক্ষা


news24bd.tv/ নকিব