তরুণ শিক্ষার্থীরা

প্রযুক্তিকে পুঁজি করে দেশিয় ঐতিহ্যকে তুলে ধরছেন বিশ্ব দরবারে

Other

তরুণ শিক্ষার্থীদের মধ্য থেকেই তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা। প্রযুক্তিকে পুঁজি করে দেশিয় ঐতিহ্যকে তারা তুলে ধরছেন বিশ্ব দরবারে। একই সাথে নিজেরাই তৈরি করছেন নিজেদের কর্মসংস্থান। এমন লাখো তরুণদের নিয়ে দিন বদলের স্বপ্ন দেখছে তথ্য-প্রযুক্তি বিভাগ।

যার অনেকটাই এখন বাস্তব।  

যশোর শেখ হাসিনা সফট ওয়্যার টেকনোলোজি পার্ক। যেখানে হাইটেক পার্ক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীরা একত্রিত হয়েছেন নিজ নিজ প্রযুক্তি ব্যবসায়।

ঢাকা থেকে ২০৮ কিলোমিটারের দুরত্ব।

তবে প্রযুক্তির কল্যানে এই স্টার্টাপরাই দেশীয় ঐতিহ্যকে পৌছে দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।

আরও পড়ুন:


২ সালের ৩০ জুন খুলে দেওয়া হবে পদ্মাসেতু: মন্ত্রিপরিষদ সচিব

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ


এদের মধ্যে রোকেয়ার প্রতিষ্ঠানের নাম চারুকৃৎ। দেশীয় প্রাচীন ঐতিহ্য গামছা নিয়ে তার আইডিয়ার নাম গামছা ফিউশন।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নকশী কাঁথাকে দেশ বিদেশে পৌছে দিচ্ছে শ্রাবণীর গ্রেইল ই-কমার্স। ভবিষ্যতে নিজের প্রতিষ্ঠানকে একটি ব্রান্ড হিসেবে দাঁড় করাতে চান তিনি।

এই তরুনরাই ভবিষ্যৎ বাংলাদেশকে তুলে ধরবে বিশ্ব দরবারে বলছেন, দেশের প্রথম ডিজিটাল জেলার জেলা প্রশাসক।
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন স্টার্টাপদের সুযোগ করে দিচ্ছে হাইটেক পার্ক কর্তৃপক্ষ, এ টু আই, তথ্য-প্রযুক্তি বিভাগ। দেয়া হচ্ছে প্রনোদণা ও অফিস স্পেস।

তথ্য প্রযুক্তি বিভাগ বলছে, দিন বদলের গল্পের শুরুটা এমন, যা চতুর্থ শিল্প বিপ্লবে শক্ত অর্থনীতির দেশ গড়ার স্বপ্ন দেখায়।

news24bd.tv/ কামরুল