ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো বাংলাদেশ

ফাইল ছবি

ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করলো বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়েছে বাবরবাহিনী।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১২৪ রান করেছে বাংলাদেশ।

দলের পক্ষে সর্বোচ্চ  ৪৭ রান করেছে নাঈম শেখ।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১২৭ রান করে সফরকারীরা।

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, তাসকিন আহমেদ, শহীদুল ইসলাম, নাসুম আহমেদ।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), হায়দার আলী, সরফরাজ আহমেদ, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান কাদির, হারিস রউফ, শাহনওয়াজ দাহানি।

 

news24bd.tv নাজিম