চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রতীকী ছবি

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা এবং এ কে খান মোড়ে দুই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় ট্রাকচাপায় দুই নারীসহ তিন নিহত ও আহত হন অন্তত আরও নয়জন।

আর এ কে খান মোড়ে কভার্ড ভ্যানের চাপায় মারা যান এক পরিবহন শ্রমিক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাকলিয়ায় শুক্রবার বেলা ১১টার দিকে একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রিকশা ও অটোরিকশাকে চাপা দেয়।

শাহ আমানত সেতুর অদূরে মেরিনার্স সড়কের প্রবেশ মুখে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিহতদের মধ্যে দুজন হলেন নাসরিন আক্তার (৩৫) ও হাসিনা (৪০)। আনুমানিক ২৮ বছর বয়সী আরেক যুবকের নাম-পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, দুর্ঘটনার বিষয়ে তারা পরে বিস্তারিত জানাবেন।

এদিকে সকাল ৮টার দিকে এ কে খান মোড়ে রাস্তা পার হওয়ার সময় কভার্ড ভ্যান চাপা পড়ে সিরাজুল ইসলাম (৬০) নামে এক পরিবহন শ্রমিক নিহত হন।

পুলিশ জানায়, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজুল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার তেলিগ্রাম এলাকার মহব্বত আলীর ছেলে। তিনি সিডিএম পরিবহন নামে একটি পরিবহন সংস্থার সুপারভাইজার হিসেবে কাজ করতেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর