ম্যাচ হেরে যা বললেন মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ রিয়াদ

ম্যাচ হেরে যা বললেন মাহমুদউল্লাহ

অনলাইন ডেস্ক

শেষ ওভারের চরম নাটকীয়তার পরও পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হেরে গেল বাংলাদেশ। এরই ফলে দীর্ঘ তিন বছর পর ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো দলটি।

আজকের ম্যাচটি হারার মধ্যে দিয়ে টানা ৮ ম্যাচ পরাজয় দেখলো টাইগাররা। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হয়।

 

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১২৪ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১২৭ রান করে সফরকারীরা।  


আরও পড়ুন: 

তাদের আন্দোলন রাজপথে নয়, ফেসবুকে: ওবায়দুল কাদের

ফখরুল বললেন, আন্দোলন-আন্দোলন-আন্দোলন

ধর্ষণ মামলায় জামিন: ক্ষমা চাইলেন বিচারক

ব্যাটিং ব্যর্থতায় শেষ ম্যাচেও এলো না বড় পুঁজি


ম্যাচ শেষে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, রানের জন্য দুই দলের ব্যাটসম্যানরাই লড়াই করেছে।

আমার মনে হয় আমাদের মোহাম্মদ নাঈম শেখ ভালো ব্যাটিং করেছে। তাছাড়া তাসকিনের ফেরাটাও প্রশংসার যোগ্য। হাতে চোট পাওয়ার পরও সে ফিরেছে। শেষ ওভারেও আমরা চেষ্টা করেছি। কিন্তু হয়নি।   

news24bd.tv নাজিম