পাঁচ দফা চলছে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট

পাঁচ দফা চলছে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট

Other

পাঁচ দফা দাবিতে সিলেট বিভাগে সকাল ৬ টা থেকে শুরু হয়েছে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট । এ কারণে  দূর পাল্লার বাস সহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।   এতে চরম দুর্ভোগে পড়েছে এসএসসি পরীক্ষার্থী ও পর্যটকারা ।   এই ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি।

পরিবহন শ্রমিকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত  এ ধর্মঘট অব্যাহত থাকবে ।  

সোমবার ভোর ৬টা থেকে সিলেটে  শুরু হয়েছে  অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।   এ কারণে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালসহ কোথাও বাস চলাচল করতে দেখা যায়নি। এমনকি রাস্তায় চলাচল করেনি মিনিবাস, সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যানবাহন।

  

তাদের  অভিযোগ,  বাস মালিক-শ্রমিকদের কাছে দেশের মানুষ জিম্মি হয়ে পড়েছে। কথায় কথায় তারা ধর্মঘট ডাকে। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় তাদের।

আরও পড়ুন:

নতুন যুগে প্রবেশ করছে আকাশ যোগাযোগব্যবস্থা

২ সালের ৩০ জুন খুলে দেওয়া হবে পদ্মাসেতু: মন্ত্রিপরিষদ সচিব

 

পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, পুরনো ব্রিজে টুল আদায়সহ পাঁচ দফা দাবি না মানলে এ কর্মসূচি  অব্যাহত থাকবে বলে জানান পরিবহস শ্রমিক নেতারা।

একই চিত্র সুনামগঞ্জ ও হবিগঞ্জেও । সকাল থেকে ধর্মঘটের কারণে দূর পাল্লার বাস সহ  সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

 news24bd.tv/এমি-জান্নাত