জমে উঠেছে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন (ভিডিও)

অনলাইন ডেস্ক

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় জমে উঠেছে প্রার্থীদের  প্রচার প্রচারণা। জনসংয়োগে ব্যস্ত শেরপুরের নকলা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের  প্রার্থীরা।

একই চিত্র  পিরোজপুরে রঘুনাথ ইউনিয়নেও । তবে সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে কাজ করবে যে প্রার্থী তাকেই নির্বাচন করতে চায় ভোটাররা ।

  এদিকে দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী সংহিসতা এখনও অব্যাহত রয়েছে।

শেরপুরের নকলা উপজেলার ৯ ইউনিয়নে নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

চায়ের দোকানেও বেড়েছে ভোটারদের আড্ডা।

ভোটাররা বলছেন, যে প্রার্থী এলাকার উন্নয়ন করবেন এবং যাকে সবসময় পাশে পাবেন, তাকেই ভোট দেবেন তারা।  

প্রার্থীরা নির্বাচিত হলে সব ধরণের উন্নয়নে কাজ করবেন বলে আশ্বস্ত করছেন।

তবে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ, নানাভাবে তাদের বাধা দিচ্ছে নৌকা প্রতীকের প্রার্থীরা।

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কাজ করছেন বলে জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা।

পিরোজপুরেও দেখা যায় একই চিত্র। জেলার কাউখালী উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের হাট-বাজারে স্লোগান, মিছিল,পথসভা ও উঠান বৈঠকের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। এই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জেপির সাইকেল মার্কার প্রার্থী এক নারী। তাকে ভোটে হারাতে লড়ছেন ৫ পুরুষ প্রার্থী।

ভোটের হিসাব-নিকাশ বলছে, এই ইউনিয়নে সাইকেল মার্কার থেকে অনেকটা পিছিয়ে আওয়ামী লীগের নৌকা প্রার্থী। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে খুলে যেতে পারে স্বতন্ত্র তরুণ প্রার্থীদের ভাগ্যও।

আরও পড়ুন:

নতুন যুগে প্রবেশ করছে আকাশ যোগাযোগব্যবস্থা

২ সালের ৩০ জুন খুলে দেওয়া হবে পদ্মাসেতু: মন্ত্রিপরিষদ সচিব

নির্বাচনি কর্মকর্তারা বলছেন, ইতিমধ্যে নির্বাচন আচারণবিধি মানাতে মাঠে কাজ করছে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট।

এদিকে, মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দিতে নির্বাচনী সহিংসতায় নৌকা সমর্থক আব্দুল হক নিহত হয়েছেন। আর গুলিবিদ্ধ ও আহত হয়েছেন বেশ কয়েকজন। রোববার রাতে এ ঘটনা ঘটে।

তৃতীয় ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বরের।

 news24bd.tv/এমি-জান্নাত