আমদানি বাড়ায় কমছে পেঁয়াজের দাম

অনলাইন ডেস্ক

পেঁয়াজের আমদানি বাড়ায় ধারবাহিকভাবে দাম কমা অব্যাহত রয়েছে জরুরি এই ভোগ্যপণ্যের। একদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম আরও এক দফা কমে কেজি প্রতি ২৩ টাকায় নেমেছে।

একদিন আগেও বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ প্রকারভেদে ২৬ টাকা বিক্রি হয়েছে। এছাড়া নগর জাতের পেঁয়াজের দাম ৩২ টাকা থেকে কমে এখন বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

পেঁয়াজের দাম কমে আসায় স্বস্তিতে বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার ও সাধারণ ক্রেতারা।  


আরও পড়ুন: 

তাদের আন্দোলন রাজপথে নয়, ফেসবুকে: ওবায়দুল কাদের

ফখরুল বললেন, আন্দোলন-আন্দোলন-আন্দোলন

ধর্ষণ মামলায় জামিন: ক্ষমা চাইলেন বিচারক

ব্যাটিং ব্যর্থতায় শেষ ম্যাচেও এলো না বড় পুঁজি


বন্দরের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, হিলি দিয়ে গত সপ্তাহ থেকেই পেঁয়াজের বাড়তি আমদানি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার বন্দর দিয়ে ২৭ ট্রাকে ৭৮১ টন পেঁয়াজ এসেছে। যা দ্রুত খালাসের জন্য ব্যবস্থা নিয়েছে বলে দাবি  বন্দর কর্তৃপক্ষের।

যদিও রাজধানীর বাজারে দাম কমার তেমন সুফল পাচ্ছেন না ক্রেতারা।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক