সোম ও বৃহস্পতিবার রোজা রাখার ফজিলত

সোম ও বৃহস্পতিবার রোজা রাখার ফজিলত

অনলাইন ডেস্ক

মহানবী প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। এ রোজা পালন প্রসঙ্গে হাদিসে এসেছে- হজরত আয়িশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সোমবার ও বৃহস্পতিবারের রোজার প্রতি বেশি খেয়াল রাখতেন। ’ (তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ)।

প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দু’দিন রোজা রাখার গুরুত্ব বর্ণনা করে ঘোষণা করেন- হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘প্রতি সোমবার ও বৃহস্পতিবার (আল্লাহ তাআলার দরবারে) আমল পেশ করা হয়।

সুতরাং আমার আমলসমূহ যেন রোজা পালনরত অবস্থায় পেশ করা হয়; এটাই আমার পছন্দনীয়। ’ (মিশকাত, তিরমিজি)।

অন্য বর্ণনায় এসেছে, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সোমবার ও বৃহস্পতিবারে তার রোজা রাখা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন-

‘আল্লাহ তাআলা সোমবার ও বৃহস্পতিবার প্রত্যেক মুসলমানের গোনাহ ক্ষমা করেন। কিন্তু পরস্পর সম্পর্ক ছিন্নকারীর ব্যাপারে (আল্লাহ বলেন), এদেরকে ছেড়ে দাও যতক্ষণ না এরা নিজেদের মধ্যে সমঝোতা স্থাপন করে।

’ (ইবনে মাজাহ, তারগিব)।


আরও পড়ুন: 

তাদের আন্দোলন রাজপথে নয়, ফেসবুকে: ওবায়দুল কাদের

ফখরুল বললেন, আন্দোলন-আন্দোলন-আন্দোলন

ধর্ষণ মামলায় জামিন: ক্ষমা চাইলেন বিচারক

ব্যাটিং ব্যর্থতায় শেষ ম্যাচেও এলো না বড় পুঁজি


রোজা যেহেতু আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম। তাই ফরজ রোজা ছাড়াও প্রিয়নবী ঘোষিত বিশেষ বিশেষ দিনে রোজা পালন করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনে এগিয়ে আসা জরুরি।

আর সোম ও বৃহস্পতিবার যেহেতু বান্দার আমল আল্লাহর কাছে পৌছানো হয়; তাই সপ্তাহে এ দুইদিন প্রিয়নবীর অনুসরণে রোজা পালনেও আল্লাহর কাছে সুন্দর বিনিময় পাওয়া সম্ভব।

news24bd.tv নাজিম

রোজা যেহেতু আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম। তাই ফরজ রোজা ছাড়াও প্রিয়নবী ঘোষিত বিশেষ বিশেষ দিনে রোজা পালন করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনে এগিয়ে আসা জরুরি।

আর সোম ও বৃহস্পতিবার যেহেতু বান্দার আমল আল্লাহর কাছে পৌছানো হয়; তাই সপ্তাহে এ দুইদিন প্রিয়নবীর অনুসরণে রোজা পালনেও আল্লাহর কাছে সুন্দর বিনিময় পাওয়া সম্ভব।

এই রকম আরও টপিক