জীবন সংশোধন করতে যে দোয়া পড়বেন

দোয়া

জীবন সংশোধন করতে যে দোয়া পড়বেন

অনলাইন ডেস্ক

জীবন সংশোধন করতে যে দোয়া পড়তে হয় জেনে নিন।  

উচ্চারণ : আল্লাহুম্মা আসলিহলি দ্বিনি, আল্লাজি হুয়া ইসমাতু আমরি, ওয়া আসলিহলি দুনইয়ায়াল্লাতি ফিহা মাআশি, ওয়াজআলিল মাওতা রহমাতান লি মিন কুল্লি সু-ইন।

বাংলা অর্থ : হে আল্লাহ, তুমি আমার দ্বিনের ব্যাপারে আমাকে সংশোধন করে দাও, যা আমার সব কাজের রক্ষাকবচ। তুমি আমার পার্থিব জীবন সংশোধন করে দাও, যেখানে রয়েছে আমার জীবন-জীবিকা এবং প্রতিটি অনিষ্ট থেকে রক্ষার জন্য আমার মৃত্যুকে আমার জন্য রহমতের উৎস বানাও।

উপকারিতা : আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) এই দোয়া করতেন। (আদাবুল মুফরাদ, হাদিস : ৬৭৩) 

আরও পড়ুন:


ইসলামে শীতকালের বিশেষ ইবাদত

news24bd.tv রিমু  

এই রকম আরও টপিক