নির্বাচন ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠ

সাম্প্রতিক ছবি

নির্বাচন ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠ

অনলাইন ডেস্ক

আগামী ২৫ নভেম্বর ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলা পৌর করপোরেশন এবং রাজ্যের বিভিন্ন পৌরসভার নির্বাচন। যাকে ঘিরে এখন উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠ।  

নির্বাচনের লড়াইটা হবে ক্ষমতাসীন দল বিজেপি এবং পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস প্রার্থীদের মধ্যে।

শেষ মুহূর্তে বিজেপির বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেছে তৃণমূল।

স্বাস্থ্যবিধি ভঙ্গের কথা উল্লেখ করে গতকাল সোমবার আগরতলায় তৃণমূলের পূর্বঘোষিত রোড শো বাতিল করে দেয় আগরতলা পুলিশ। তবে রোববার সন্ধ্যায় গ্রেফতার হওয়া তৃণমূল নেতা সায়নীকে জামিনে মুক্তি দিয়েছে পুলিশ।

আরও পড়ুন:


ইসলামে শীতকালের বিশেষ ইবাদত

এদিকে দু'দিনের সফরে সোমবার বিকেলে দিল্লি এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজধানীতে পৌঁছেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়লেন তিনি।

    

news24bd.tv রিমু