সৌদিতে দ্বিতীয় স্ত্রী বেছে নেয়ার দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ, অতঃপর...

প্রতীকী ছবি

সৌদিতে দ্বিতীয় স্ত্রী বেছে নেয়ার দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ, অতঃপর...

অনলাইন ডেস্ক

সৌদি আরবে পুরুষদের দ্বিতীয় স্ত্রী বেছে নেওয়ার দক্ষতা শেখানোর জন্য একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়। তবে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় এই পরিকল্পনা বাতিল করা হয়। খবর গালফ নিউজের।

প্রতিবেদনে জানানো হয়, ‘দ্বিতীয় স্ত্রীকে বেছে নেওয়ার দক্ষতা’ শীর্ষক ওই দুই দিনের ওই প্রশিক্ষণটি সৌদি আরবের আল-রাস গভর্নরেটে আলবীর সিভিল চ্যারিটেবল অর্গানাইজেশনের সদর দপ্তরে ১৬ ও ১৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হওয়ায় প্রশিক্ষণ কর্মশালাটি বাতিল করা হয়। আয়োজকদের বিরুদ্ধে বহুবিবাহ উস্কে দেওয়ার অভিযোগ তোলেন অনেকে।

অনেক ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে প্রশিক্ষণের বিজ্ঞাপনের ছবি শেয়ার করে ‘ক্রুদ্ধ’ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেছেন, এটা পুরুষদের একাধিক বিয়ে করার ব্যাপারে উসকানি দেওয়ার চেষ্টা।

আরও পড়ুন:

ওজন কমাতে যেসব নিয়ম মেনে চলা জরুরি


news24bd.tv/ নকিব