ব্রাসেলসে ভ্যাকসিনবিরোধী বিক্ষোভ, ভাঙচুর

ব্রাসেলসে বিক্ষোভ

ব্রাসেলসে ভ্যাকসিনবিরোধী বিক্ষোভ, ভাঙচুর

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের নতুন ঢেউয়ে আবারও বিপর্যস্ত ইউরোপ। রাশিয়া, জার্মানি, অস্ট্রিয়া, বেলজিয়ামের পরিস্থিতি সবচেয়ে খারাপ। ফলে নতুন করে করোনাভাইরাস বিধিনিষেধ জারি করছে দেশগুলো। তবে আবারও লকডাউনের ঘোষণায় ক্ষুব্ধ ইউরোপীয় নাগরিকেরা।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসেও করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। সেন্ট্রাল ব্রাসেলসে প্রায় ৩৫ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।

পুলিশ জানায়, কয়েকশো বিক্ষোভকারী পুলিশকে নিশানা করে পাথর ছুড়তে শুরু করেন। গাড়ি ভাঙচুর করেন।

আবর্জনা ফেলার জায়গাগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসময় বিক্ষোভকারীদের মুখে কোন মাস্ক ছিল না, কোন সামাজিক দূরত্বও মানেননি তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। পুলিশের এক মুখপাত্র বলেন, আমাদের অনেকে জখম হয়েছেন। ঠিক কত জন, তা বলা সম্ভব নয়। অনেক বিক্ষোভকারীকেও আটক করেছে পুলিশ। তবে আটকের সংখ্যাও জানাননি তিনি।

আরও পড়ুন:

সৌদিতে দ্বিতীয় স্ত্রী বেছে নেয়ার দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ, অতঃপর...


news24bd.tv/ নকিব