রফিকুল ইসলাম মাদনীর জামিন আবেদন খারিজ

রফিকুল ইসলাম মাদনীর জামিন আবেদন খারিজ

অনলাইন ডেস্ক

রাজধানীর তেজগাঁও ও গাজীপুরের বাসন থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীর জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।

সোমবার (২২ নভেম্বর) জামিন আবেদন করেন তিনি। পরে হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ তা খারিজ করে দেন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) মাদানীর আইনজীবী অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা বলেন, ময়মনসিংহের কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় রফিকুল ইসলাম হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। হাইকোর্টের একই বেঞ্চে তার বিরুদ্ধে দায়ের করা গাজীপুরের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন দেননি।

আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোরশেদ। রফিকুল ইসলামের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা ও ব্যারিস্টার তানজিলা ইসলাম।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের একই বেঞ্চ বিস্ফোরক আইনে ময়মনসিংহের কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় রফিকুল ইসলামের জামিন দিয়েছিলেন।

আরও পড়ুন


শর্টগান নিয়ে স্বতন্ত্র প্রার্থী প্রচারণা করছে অভিযোগ আ.লীগ প্রার্থীর

news24bd.tv এসএম