যত টাকায় বিক্রি হল পদ্মায় ধরা পড়া বিশাল সেই কাতল

পদ্মায় ধরা পড়া মাছ

যত টাকায় বিক্রি হল পদ্মায় ধরা পড়া বিশাল সেই কাতল

অনলাইন ডেস্ক

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল এক কাতল। মাছটির ওজন ১৫ কেজি। কাতলটি দেড় হাজার টাকা কেজি দরে সাড়ে ২২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে জেলে কৃষ্ণ হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে নিয়ে আসেন। মাছ ব্যবসায়ী আরিফা-চাঁদনী মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা এক হাজার ৫০০ টাকা কেজি দরে সাড়ে ২২ হাজার টাকায় কাতলটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, এক হাজার ৫০০ টাকা কেজি দরে সকালে জেলে কৃষ্ণ হালদারের কাছ থেকে কাতলটি কিনে নিয়েছি। এখন এক হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন


জমি লিখে দিতে রাজি না হওয়ায় বাবার কবজি কেটে ফেলল ছেলে

news24bd.tv এসএম