দেশে দারিদ্রের হার ২০ শতাংশে নেমে এসেছে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী

দেশে দারিদ্রের হার ২০ শতাংশে নেমে এসেছে: পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেস্ক

দেশে দারিদ্রের হার কমে ২০ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। একই সঙ্গে বেড়েছে মাথাপিছু আয় ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারও।

আজ একনেক বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, একনেক সভায় মাথাপিছু আয় ও মোট জিডিপিসহ অন্যান্য তথ্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়।

জিডিপির আকার ৪১১ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে, যা বাংলাদেশি অর্থে ৩৪ হাজার ৮৪০ টাকা। একই সঙ্গে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৫৪ মার্কিন ডলার হয়েছে।


আরও পড়ুন:

ঢাবির গ ইউনিটের ফল প্রকাশ, ৭৮ শতাংশই ফেল

বুলগেরিয়ায় বাসে আগুন লেগে নিহত ৪৬

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১২৯


তিনি আরও বলেন, কোভিডের কারণে অনেক দেশ নাজুক অবস্থায় গেলেও, বাংলাদেশের সাড়ে ৫ শতাংশের কাছাকাছি প্রবৃদ্ধি হয়েছে।

news24bd.tv নাজিম