পটুয়াখালীতে আমন ধান চাষে কৃষকের মুখে হাসি

অনলাইন ডেস্ক

পটুয়াখালীতে এবছরের চলতি মৌসুমে আমন ধানের আশানুরুপ উৎপাদন হয়েছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে ধান পাকতে শুরু করেছে। আর কষ্টে ফলানো সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। তবে বাজারে ধানের ন্যায্য মূল্য পাবে কিনা তা নিয়ে শঙ্কায় তারা।

 

আবহাওয়া অনুকুলে থাকায় পটুয়াখালীর রাঙ্গাবালী, গলাচিপা ও কলাপাড়া উপজেলায় আমন ধানের আবাদ বেশী হয়েছে। ফলন ভাল হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। বিভিন্ন স্থানে জমির ধান পাকতে শুরু করেছে।

কষ্টে ফলানো সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষাণ-কৃষাণীরা।

তারা জানান, শ্রমিক সংকটের কারণে গেল কয়েক বছর ধরে মেশিনে ধান কাটেন তারা। তবে এ বছর হঠাৎ করে ডিজেলের দর বৃদ্ধির কারণে মেশিনেও খরচ বেড়েছে। এ অবস্থায়  অতিরিক্ত খরচে ধান কেটে বাজারে ন্যায্য দাম পাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা।

গেলো তিন বছরের চেয়ে এ বছর রেকর্ড পরিমাণ ধান উৎপাদন হয়েছে এই জেলায় এমন দাবি সংশ্লিষ্টদের।  

আরও পড়ুন:

ঢাবির গ ইউনিটের ফল প্রকাশ, ৭৮ শতাংশই ফেল

বুলগেরিয়ায় বাসে আগুন লেগে নিহত ৪৬

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১২৯


জেলা কৃষি সম্প্রসারণ অফিসের তথ্য মতে,  এ জেলায় আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ১ লক্ষ ৯৯ হাজার ৯২০ হেক্টর জমিতে।  

news24bd.tv নাজিম