মসজিদ থেকে বের হওয়ার দোয়া

মসজিদ

মসজিদ থেকে বের হওয়ার দোয়া

অনলাইন ডেস্ক

মসজিদে ঢোকার যেমন দোয়া রয়েছে তেমনি বের হওয়ার সময়ও দোয়া পড়তে হয়। আজকে আমরা বের হওয়ার দোয়া নিয়ে আলোচনা করবো। হাদিসে আছে মসজিদ থেকে বের হওয়ার সময় প্রথমে বাম পা বাইরে দেবে। এরপর ডান পা দেবে।

(হাকিম : ০১/২১৮; বায়হাকি : ০২/৪৪২; আল-আহাদিস আস-সাহিহা : ০৫/৬২৪, নম্বর : ২৪৭৮

বাম পা দিয়ে বের হওয়ার সময় এই দোয়া পড়বে-

আরবি :

بِسْمِ اللَّهِ وَالصّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِك، اللَّهُمَّ اعْصِمْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

উচ্চারণ : বিস্‌মিল্লা-হি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ, আল্লা-হুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদ্বলিকা, আল্লা-হুম্মা আ‘সিমনি মিনাশ শায়ত্বানির রাজিম।


আরও পড়ুন:

ঢাবির গ ইউনিটের ফল প্রকাশ, ৭৮ শতাংশই ফেল

বুলগেরিয়ায় বাসে আগুন লেগে নিহত ৪৬

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১২৯


অর্থ : আল্লাহ্‌র নামে (বের হচ্ছি)। আল্লাহ্‌র রাসুলের উপর দরুদ ও শান্তি বর্ষিত হোক। হে আল্লাহ! আপনি আমার জন্য আপনার দয়ার দরজাগুলো খুলে দিন।

হে আল্লাহ, আমাকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা করুন। (আবু দাউদ, হাদিস : ০১/১২৬; সাহিহুল জামি, হাদিস : ০১/৫২৮; ইবনুস সিন্নি : ৮৮; আস-সামারুল মুসতাতাব, পৃষ্ঠা : ৭০৬; ইবনে মাজাহ, হাদিস : ০১/১২৯)

news24bd.tv নাজিম