ময়মনসিংহের ফুলপুরে একটি কাভার্ড ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার ছনধরা ইউনিয়নের বাশাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাকিব (৩৫) ও আজাহারুল সিকদার (৩৬)। তারা দুইজনই ফুলপুর উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ওই দুই যুবক শেরপুর থেকে মোটরসাইকেলে করে ফুলপুর আসছিলেন। পথে শেরপুরগামী একটি কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে
ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।
আরও পড়ুন:
ম্যারাডোনা ছোট স্তন পছন্দ করতেন না
news24bd.tv/তৌহিদ