ছাড়া পেলেন ঢাকা কলেজে ‘জিম্মি’ আইডিয়ালের ছাত্র

ছাড়া পেলেন ঢাকা কলেজে ‘জিম্মি’ আইডিয়ালের ছাত্র

অনলাইন ডেস্ক

হাফ পাসের (অর্ধেক ভাড়া) দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজকের কর্মসূচি শেষে ফেরার সময় অতর্কিত দুই দল ছাত্রের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে আইডিয়াল কলেজের ওই ছাত্রকে ধরে নিয়ে যায় ঢাকা কলেজের কিছু ছাত্র। শেষে প্রায় পাঁচ ঘণ্টার কথাবার্তা শেষে সন্ধ্যা সাতটার দিকে ছাড়া পেয়েছেন ওই ছাত্র।

পুলিশের নিউমার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার শাহেন শাহ মাহমুদ সংবাদমাধ্যমকে আটকে থাকা ছাত্রের মুক্তির খবর নিশ্চিত করেছেন।

এর আগে আইডিয়াল কলেজের ১১ জন শিক্ষকের একটি প্রতিনিধিদল ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খন্দকারের সঙ্গে দেখা করেন। সেলিম উল্লাহ খন্দকার অবশ্য কোনো ছাত্রকে আটকে রাখার ব্যাপারে প্রশ্নের জবাব দেননি। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি ঠিক জানি না, কোনো ছাত্র এখানে আছে কি না। আমার সামনে আইডিয়াল কলেজের শিক্ষকেরা আছেন, ছাত্রলীগের ছেলেরা আছে।

তারা বলছে, তাদের একটা মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

তবে আইডিয়াল কলেজের অধ্যক্ষ জসিমউদ্দীন আহমেদ সন্ধ্যা সোয়া সাতটার দিকে জানান, তাঁরা ছাত্রটিকে ফিরিয়ে এনেছেন।

আরও পড়ুন

দাওয়াতে এসে কফি মেশিন বিস্ফোরণে নিহত অতিথি

তালাকের পরেও স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক, স্বামীর যাবজ্জীবন

প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার শিক্ষার্থীরা জানান, কর্মসূচির শেষ পর্যায়ে সায়েন্স ল্যাব থেকে নিউমার্কেটের মোড় ঘুরে আবার সায়েন্স ল্যাব পর্যন্ত একটি মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলো আন্দোলনকারী শিক্ষার্থীরা। ওই মিছিলে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ তুলে হামলা চালায়।

ঢাকা কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নেই। হামলার অভিযোগের বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের মুঠোফোনে একাধিকবার কল করেও সাড়া মেলেনি।

 news24bd.tv/এমি-জান্নাত