বাংলা অর্থসহ দুইটি জরুরি দোয়া

প্রতীকী ছবি

বাংলা অর্থসহ দুইটি জরুরি দোয়া

অনলাইন ডেস্ক

অনেক মুসলিম প্রতি মুহুর্তে আল্লাহ তায়ালার নির্দেশ মোতাবেক ফরজ ইবাদতের পর আল্লাহ তায়ালার রাজি খুশির জন্য বিভিন্ন নফল ইবাদত করে থাকেন। নফল ইবাদতের মধ্যে বিভিন্ন জিকির আজগার অন্যতম। নিচে জিকিরের জন্য দুইটি দোয়ার অর্থসহ বর্ণনা তুলে ধরা হলো-  

১। দোয়া: আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।

বাংলা অর্থ: বিতারিত শয়তানের হাত থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি।

২। দোয়া: রাব্বানা আ’তিনা ফিদ্দুনিয়া হাছানাতাঁও ওয়াফিল আখিরাতি হাছানাতাঁও ওয়াক্বিনা আজাবান্নার।

বাংলা অর্থ: হে আল্লাহ্ তুমি আমাকে ইহকালীন যাবতীয় সুখ-শান্তি ও পরকালীন যাবতীয় সুখ-শান্তি প্রদান কর।

আর দোজখের আগুন থেকে আমাকে রক্ষা কর।

আরও পড়ুন:


ইসলামে শীতকালের বিশেষ ইবাদত


মহান আল্লাহ তা'আলা সকলকে নেক আমল করার তাওফিক দান করুন। আমিন।  

news24bd.tv রিমু  

এই রকম আরও টপিক