বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীরের পদে কে পাচ্ছেন দায়িত্ব!

ফাইল ছবি

বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীরের পদে কে পাচ্ছেন দায়িত্ব!

অনলাইন ডেস্ক

সদ্য বহিষ্কৃত গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের দলীয় সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। কে আসতে পারেন এ পদে, তা নিয়েও নেতা-কর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা।

গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সম্পাদক পদে কেউ বহিষ্কার কিংবা পদত্যাগ করলে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। সে হিসেবে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগের প্রবীণ নেতা আতাউল্লাহ মন্ডলই দায়িত্ব পাওয়ার কথা।

এ বিষয়ে দু-এক দিনের মধ্যে সিদ্ধান্ত হতে পারে।

এ বিষয়ে আতাউল্লাহ মন্ডল বলেছেন, আমাকে দায়িত্ব দেওয়া হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে দলকে সু-সংগঠিত করবেন।   

এদিকে, গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজবাড়ী আদালতে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মানবিক বাংলাদেশ সোসাইটির রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তার মামলাটি করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে ১৩ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছে।

আরও পড়ুন:


কাউন্সিলরসহ জোড়া খুন, গ্রেফতার নেই


মামলার আবেদনে উল্লেখ করা হয়, আসামি আওয়ামী লীগের মুখোশধারী ও সাবেক নেতা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। যার মাধ্যমে তিনি বঙ্গবন্ধু সম্পর্কে প্রপাগান্ডা চালিয়েছেন এবং ইতিহাস বিকৃতি করেছেন। এ ছাড়া মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়েও বিভ্রান্তি ছাড়িয়েছেন।

news24bd.tv রিমু