মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, দীর্ঘ যানজট

সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা

মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, দীর্ঘ যানজট

অনলাইন ডেস্ক

বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। আজ সকাল ৯টার দিকে শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেন। বিক্ষোভে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক অংশ নিয়েছেন।

এদিকে, সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে মিরপুর ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজট দেখা দিয়েছে।

এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

সড়ক অবরোধের বিষয়টি নিয়ে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সকাল থেকে শ্রমিকরা বেশ কয়েকটি দাবিতে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নিয়েছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আরও পড়ুন:

পুলিশের সব ছুটি বাতিল, দ্রুত কর্মস্থলে ফেরার নির্দেশ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ


তবে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

শ্রমিকদের শান্তিপূর্ণ বিক্ষোভ করার আহ্বান জানানো হয়েছে।

news24bd.tv নাজিম