কর অঞ্চল বগুড়ার সেরা করদাতাদের পুরস্কার প্রদান

কর অঞ্চল বগুড়ার সেরা করদাতাদের পুরস্কার প্রদান

Other

বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও জয়পুরহাট জেলার ২৮ জন সেরা করদাতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেছে কর অঞ্চল বগুড়া।  

বুধবার বেলা ১১ টায় বগুড়ার মম ইন এর স্কাইভিউ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রতি জেলার ৩ জন সর্বোচ্চ আয়কর প্রদানকারী, ২ জন দীর্ঘ মেয়াদি কর প্রদানকারী, সর্বোচ্চ আয়কর প্রদানকারী (মহিলা) ও তরুণ সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতাকে সম্মাননা দেয়া হয়।  

কর অঞ্চল বগুড়ার উদ্যোগে জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় কর প্রদানকারী করদাতাবৃন্দদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল বগুড়ার কর কমিশনার রাসেল চাকমা।

আরও পড়ুন


সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটরডেমের ছাত্র নিহত


এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারী আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া চেম্বার অব কমার্স সভাপতি মাসুদুর রহমান মিলন, বগুড়া ট্যাক্সেস ল,ইয়ার্স এসোসিয়েশন সভাপতি আব্দুল হামিদ, অতিরিক্ত কর কমিশনার মহিদুল ইসলাম।

 

কর পরিদর্শক হযরত আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মাননা প্রাপ্ত করদাতা অশোক রায়, জান্নাত আরা হেনরী, রাসেল আহমেদ লিটন, রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় সকলে মিলে কর প্রদান করে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

news24bd.tv/ কামরুল