পথচারী মুক্তিযোদ্ধাকে বাঁচাতে গিয়ে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিহত দুই যুবকের ছবি

পথচারী মুক্তিযোদ্ধাকে বাঁচাতে গিয়ে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- শান্ত (১৭) ও আসিফ (১৮)। এরমধ্যে শান্ত ঘটনাস্থলে এবং আসিফকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

এ ঘটনায় গুরুতর আহত পথচারী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৭০) এবং মোটরসাইকেল আরোহী সাজ্জাদকে (১৮) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন বড়ুয়া বলেন, স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ময়ামায়া এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির মোটরসাইকেলটির সামনে পড়েন তিনি। তাকে বাঁচাতে গেলে চালক নিয়ন্ত্রণ হারালে সড়কে ছিটকে পড়ে তিন আরোহীসহ মোটরসাইকেল।

এসময় ঘটনাস্থলেই মারা যায় শান্ত। পরে স্থানীয়রা অন্যদের উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নেওয়ার পথে আসিফ নামে আরেকজনের মৃত্যু হয়।

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রোমান হোসেন বলেন, গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও সাজ্জাদ নামে আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন


বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বিএনপি: ওবায়দুল কাদের

news24bd.tv এসএম