ইসরায়েলি বিমান হামলায় দুই বেসামরিক ব্যক্তি নিহত

ইসরায়েলি বিমান হামলায় দুই বেসামরিক ব্যক্তি নিহত

অনলাইন ডেস্ক

সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় দুই বেসামরিক ব্যক্তি নিহত এবং অন্তত সাত জন আহত হয়েছে।

বুধবার নিউজ অ্যাজেন্সি সানা বলেছে, সিরিয়ার মধ্যাঞ্চলের শহর হোমসকে লক্ষ্য করে ইসরায়েলের এই বিমান হামলা প্রতিহত করার চেষ্টা করেছে দেশটির বিমান বাহিনী। হামলায় দুই বেসামরিক ব্যক্তি মারা গেছে এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

এছাড়া হামলায় ছয় সিরিয়ান সৈন্য আহত হয়েছেন।

নাম প্রকাশ না করা এক সেনা কর্মকর্তার বরাতে বলা হয়, স্থানীয় সময় রাত ১টা ২৬মিনিটের দিকে প্রতিবেশী দেশ লেবাননের আকাশসীমা দিয়ে যাওয়ার সময় ইসরায়েলি যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্রটি ছুঁড়ে।

আরও পড়ুন

৪১ বার জিজ্ঞাসাতেও মামুনুলকে স্বামী স্বীকার করলেন না ঝর্ণা

জলবায়ু পরিবর্তন সম্মেলনে শীর্ষে জায়গা করে নিলো দেশের দুই তরুণ

সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটরডেমের ছাত্র নিহত

ইসরায়েল গত কয়েক বছরে সিরিয়ায় এধরনের শতাধিক হামলা চালিয়েছে। তবে নতুন এই হামলার ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি দেশটি।

 news24bd.tv/এমি-জান্নাত