নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত

প্রতীকী ছবি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীর ধানমন্ডিতে নির্মাণাধীন একটি ১৩তলা ভবনের ওপর থেকে পড়ে ৩ জন শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- মনিরুল ইসলাম (৪০), মোখলেস (৩০) ও মোঃ সাইদুল (৩৫)। গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক।

শুক্রবার বিকালে ধানমন্ডি ৫ নম্বর রোডে সেন্ট্রাল হাসপাতালের পাশের ওই ভবন থেকে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

ওই ভবনের তত্ত্বাবধায়ক জামাল জানান, ভবনটির ১২ ও ১৩তলার মাঝামাঝি মাচা বেঁধে কাজ করছিলেন চার শ্রমিক। হঠাৎ মাচাটি ভেঙে তারা নিচে পড়ে যান। এদের মধ্যে তৎক্ষণাৎ দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সোয়া ৫টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে আরেকজনের মৃত্যু হয়।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম জানান, শুক্রবার বিকালে দিকে ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালের পাশে ৫ নম্বর রোডে নির্মাণাধীন কানকর্ড টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে। ওই ভবনের ১৩তলায় প্লাস্টারের কাজ করার সময় মাচা ছিঁড়ে নিচে পড়ে যান ওই তিনজন।   আহত আরেকজনকে সেন্ট্রাল হাসপাতালেই ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুতর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, নিহত তিনজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।


(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর