ঝিনাইদহ পৌরসভায় প্রশাসকের কাছে ক্ষমতা হস্তান্তর

প্রশাসকের কাছে ক্ষমতা হস্তান্তর

ঝিনাইদহ পৌরসভায় প্রশাসকের কাছে ক্ষমতা হস্তান্তর

Other

বিভিন্ন জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঝিনাইদহ সদর পৌরসভায় প্রশাসকের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন সদর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।  

আজ বুধবার দুপুরে পৌর সভায় ক্ষমতা হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের ডিডিএলজি ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে ক্ষমতা বুঝে দেন। এ সময় উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা।

  এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার সকল কাউন্সিলরগণ ও কর্মচারী বৃন্দ।

আরও পড়ুন


সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটরডেমের ছাত্র নিহত


উল্লেখ্য, দীর্ঘ একযুগ ধরে সদর পৌরসভা এবং পাগলাকানাই ও সুরাট ইউনিয়নের  নির্বাচন বন্ধ ছিল। এই দুটি ইউনিয়নের চেয়ারম্যানগন দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে কতিপয় ব্যক্তি দিয়ে যোগসাজস করে সীমানা জটিলতার মামলা দায়ের করিয়ে দেন হাইকোর্ট বিভাগে।  

পরে এই মামলার বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিট দায়ের করেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কুমার বিশ্বাস।

পরে হাইকোর্ট বিভাগ শুনানি শেষে সদর পৌরসভায় প্রশাসক নিয়োগের নির্দেশ দেন এবং বাকি দুটি ইউনিয়নের এখনও পর্যন্ত প্রশাসক নিয়োগ হয়নি বলে জানা গেছে।

news24bd.tv/ কামরুল