একই জমিতে ফল ও সবজির বাগান করে দৃষ্টান্ত স্থাপন

একই জমিতে ফল ও সবজির বাগান করে দৃষ্টান্ত স্থাপন

Other

দিনাজপুরে একই  জমিতে ফল ও সবজির বাগান করে দৃষ্টান্তস্থাপন করেছেন রবিউল ইসলাম নামের এক ব্যক্তি। মালটা ও কমলার বাগানে সাথী ফসল হিসেবে উৎপাদন করছেন বিভিন্ন জাতের কুল, ড্রাগন ফল, থাই পেয়ারা ও সবজি। চলতি মৌসুমে এরই মধ্যে ফল ও সবজি বিক্রি করে প্রায় ৪ লাখ টাকা আয় করেছেন তিনি।  

দিনাজপুরে সদর উপজেলার জপেয়া পাঁচবাড়ী এলাকার রবিউল ইসলাম।

মাত্র এক বিঘা জমিতে ফল ও সবজির বাগান করে সফলতা পেয়েছেন তিনি। মালটা ও কমলার বাগানে সাথী ফসল হিসেবে উৎপাদন করছেন বিভিন্ন জাতের কুল, ড্রাগন ফল, থাই পেয়ারা। শুধু তাই নয় সবজিরও আবাদ করেছেন।

আরও পড়ুন:


পরকীয়ার জেরে হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড


বরিউল জানান, চলতি মৌসুমে এরই মধ্যে ফল ও সবজি বিক্রি করে প্রায় ৪ লাখ টাকা আয় করেছেন।

এই বাগান করে তিনি শুধু নিজে স্বাবলম্বী হননি কর্মসংস্থানও করেছেন অনেকের। তার এই বাগান দেখতে প্রতিদিনই দুর-দুরান্ত থেকে আসছেন অনেকে।

সংশ্লিস্টরা জানান, শুধু রবিউল ইসলামকে নয়, এই ধরণের বাগান করতে যারা আগ্রহী হবেন তাদেরকেও সব ধরণের সহযোগিতা করা হবে।  

করোনাকালীন সময়ে যখন মানুষ কাজ হারাচ্ছে তখন এ খাতে বিনিয়োগ বাড়ছে, প্রচুর নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে কৃষিতে এমনটাই মনে করেন অনেকে।  

news24bd.tv/ কামরুল