১৮ চিকিৎসা কর্মীকে গ্রেপ্তার করেছে জান্তা সরকার

১৮ চিকিৎসা কর্মীকে গ্রেপ্তার করেছে জান্তা সরকার

অনলাইন ডেস্ক

মিয়ানমারে ১৮ চিকিৎসা কর্মীকে গ্রেপ্তার করেছে জান্তা সরকার। দেশটির কথিত সন্ত্রাসী সংগঠনগুলোর সদস্য রোগীদের চিকিৎসা দেওয়ার জেরে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার এমন খবর প্রকাশ করেছে রয়টার্স। বলা হয়েছে, গ্রেপ্তার ১৮ জন চিকিৎসা কর্মীর বিরুদ্ধে আইনানুগ  ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যের লোইকাও শহরের একটি গির্জায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মিয়ানমার সেনারা।

আরও পড়ুন

৪১ বার জিজ্ঞাসাতেও মামুনুলকে স্বামী স্বীকার করলেন না ঝর্ণা

জলবায়ু পরিবর্তন সম্মেলনে শীর্ষে জায়গা করে নিলো দেশের দুই তরুণ

সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটরডেমের ছাত্র নিহত  

গির্জাটি থেকে গ্রেপ্তার হওয়া চার চিকিৎসক, চার নার্স ও ১০ সহযোগী নার্সের বিরুদ্ধে আগেও কাজে যোগ দিতে অস্বীকার করার মাধ্যমে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। চলতি বছরের ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারের স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার পর্যায়ে রয়েছে।

 news24bd.tv/এমি-জান্নাত