নোয়াখালীতে শিক্ষকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর

নোয়াখালী

জমি নিয়ে বিরোধ

নোয়াখালীতে শিক্ষকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর

Other

জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নোয়াখালী সদরের দক্ষিণশরীফপুর গ্রামে এক শিক্ষকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর করেছে প্রতিপক্ষ ইফতেকার আলাউদ্দিনের নেতৃত্বে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাতে। এ ঘটনায় শিক্ষক ফারজানা আফরোজ বাদী সুধারাম থানায় একটি এজাহার দাখিল করেছেন।

পুলিশ ও মামলার বাদী শিক্ষক জানান, জমি নিয়ে বিরোধ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষকের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

এছাড়া তারা প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছে বলে জানান ঐ শিক্ষক ও তার স্বামী রেজাউল করিম।  

আরও পড়ুন:


পরকীয়ার জেরে হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড


মামলার তদন্ত কর্মকর্তা সোনাপুর পুলিশ ফাঁড়ির এসআই আহম্মদ হোসেন সত্যতা স্বীকার করে বলেন, তিনি ঘটনারস্থল পরিদর্শন করেছেন এবং হামলা ভাঙচুরের আলামত দেখেছেন।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  

news24bd.tv/ কামরুল