শোবিজের প্রিয়মুখ লাস্যময়ী অর্চিতা স্পর্শিয়া। ছোটপর্দাকে বিদায় জানিয়ে ব্যস্ত হয়েছেন বড়পর্দায়। এখন ব্যস্ত বিজ্ঞাপন, উপস্থাপনা, ওয়েব ফিল্ম, সিরিজ ও চলচ্চিত্রে। চিত্রনায়িকা রোজিনা অভিনীত-নির্মিত ‘ফিরে দেখা’ ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন।
ছবিটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। পরিচালনায় জেড এইচ মিন্টু। ১৯৭১ সালে মফস্বলের একটি কলেজপড়ুয়া মেয়ের চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া। যুদ্ধের সময় তার জীবন-সংগ্রাম দেখানো হবে ছবিতে।
স্পর্শিয়া বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই মুক্তিযুদ্ধের গল্পের ছবিতে অভিনয়ের প্রতি এক ধরনের দুর্বলতা ছিল। তাই কাজ করতে পেরে ভালোই লাগছে। পুবাইলে এক সপ্তাহ কাজ করেছি। শিগগিরই এফডিসিতে সেট ফেলে আবার এর দৃশ্যধারণ হবে। ’ স্পর্শিয়া প্রস্তুতি নিচ্ছেন আরও নতুন কিছু প্রজেক্টের।
আরও পড়ুন:
ফখরুল বললেন, আন্দোলন-আন্দোলন-আন্দোলন
ধর্ষণ মামলায় জামিন: ক্ষমা চাইলেন বিচারক
এদিকে গত আগস্ট মাসে একসঙ্গে দুই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অর্চিতা স্পর্শিয়া। ‘জলকিরণ’ ও ‘রক্ত ময়ূর’ সিনেমা দুটিতে অভিনয় করবেন তিনি। এগুলো পরিচালনা করবেন এইচ আর হাবিব। সবকিছু ঠিক থাকলে সিনেমা দুটি হবে স্পর্শিয়ার দশম ও একাদশ সিনেমা।
news24bd.tv/আলী