শিশু যৌন নির্যাতনের পর মীমাংসা প্রচেষ্টা অতঃপর...

প্রতীকী ছবি

শিশু যৌন নির্যাতনের পর মীমাংসা প্রচেষ্টা অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ এক কলারের ফোন কলের ভিত্তিতে শিশু যৌন নির্যাতনের পর মীমাংসা প্রচেষ্টা বন্ধ করে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া সদর থানার পুলিশ।

বুধবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় এক জন কলার কুষ্টিয়া সদর থানাধীন বারাদি কানাবিলের মোড় থেকে ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সেখানে দুপুরের দিকে ১২/১৩ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী যৌন নির্যাতনের শিকার হয়েছে। এখন বিষয়টি নিয়ে এলাকার লোকজন ভুক্তভোগী শিশু, তার পরিবার ও অভিযুক্ত ব্যক্তির সাথে মীমাংসার চেষ্টা করছেন।  

কলার জানান, তিনি আশঙ্কা করছেন শিশুটি ন্যাবিচার থেকে বঞ্চিত হবে, যে কারণে কলার ৯৯৯ এর কাছে যথাযথ আইনী সহায়তার জন্য ফোন করেন।

আরও পড়ুন:


 শাপলা চত্বরে নটরডেম কলেজ শিক্ষার্থীদের অবস্থান


৯৯৯ তাৎক্ষণিক ভাবে বিষয়টি কুষ্টিয়া সদর থানায় জানিয়ে  দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। সংবাদ পেয়ে কুষ্টিয়া সদর থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়।

পরে কুষ্টিয়া সদর থানার এএসআই (সহকারী উপ পরিদর্শক) শঙ্কর ৯৯৯ কে জানান, তিনি ঘটনাস্থল থেকে অভিযুক্ত সিরাজ উদ্দীন (৫৫) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছেন। এ সংক্রান্তে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

 news24bd.tv/ কামরুল