পতাকা উড়িয়ে অনুশীলন: পাকিস্তানের বিরুদ্ধে মামলার আবেদন

পতাকা উড়িয়ে অনুশীলনের ছবি

পতাকা উড়িয়ে অনুশীলন: পাকিস্তানের বিরুদ্ধে মামলার আবেদন

অনলাইন ডেস্ক

অনুমতি না নিয়ে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পতাকা উড়িয়ে অনুশীলন করার অভিযোগে পাকিস্তানি ক্রিকেট দলের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার দায়েরের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আববকর ছিদ্দিকের আদালতে মামলার এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন বিচারক।

মামলায় পাকিস্তান ক্রিকেট টিমের কোচ সাকলাইন মোস্তাক, ম্যানেজার মনসুর রানা, অধিনায়ক মোহাম্মদ বাবর আজম, শাদাব খান, ফখর জামান, আসিফ আলী, হায়দার আলী, হ্যারিস রউফ, হাসান আলী, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহনেওয়াজ দাহানি, ওসমান কাদির ও শহীদ আসলামকে আসামি করার আবেদন করা হয়েছে।

পাকিস্তান ক্রিকেট দল এখন চট্টগ্রামে অবস্থান করছে। বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে খেলতে শুক্রবার মাঠে নামছে তার।

আরও পড়ুন


খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করতে উঠে-পড়ে লেগেছে সরকার: ফখরুল

news24bd.tv এসএম