জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নামে আপত্তিকর মন্তব্য করায় আওয়ামী লীগ থেকে সদ্য বহিস্কৃত ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদারীপুরে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন মাদারীর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট বাবুল আখতার।
মামলায় তিনি অভিযোগ করেন, মেয়র জাহাঙ্গীর আলম গত সেপ্টেম্বর মাসের একটি কথোপকথনের অডিও ভাইরাল হয়। সেখানে জাহাঙ্গীর আলম মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে।
বিষয়টি নিশ্চিত করেছে মাদারীপুর জজ কোর্টের পিপি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, মামলাটি আদালত গ্রহন করে আদেশের অপেক্ষায় রেখেছে।
আরও পড়ুন
নোয়াখালীর যৌতুকের জন্য গৃহবূধকে পিটিয়ে হত্যা
news24bd.tv এসএম