আবারও প্রাণ কাড়ল সিটি করপোরেশনের গাড়ি

আহসান কবির খান, সংবাদকর্মী।

আবারও প্রাণ কাড়ল সিটি করপোরেশনের গাড়ি

অনলাইন ডেস্ক

আবারও প্রাণ কারল সিটি করপোরেশনের ময়লার গাড়ি। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ঢাকা সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় প্রাণ হারালেন আহসান কবির খান নামে এক সংবাদকর্মী। তিনি একটি জাতীয় দৈনিকে কাজ করতেন।

গতকাল বুধবার ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির চাপায় মৃত্যু হয় নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানের।

এ ঘটনায় কাল থেকে আজ পর্যন্ত বিক্ষোভ চলছে নগরজুড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারোয়ান বাজার থেকে পান্থপথ যাবার পথে একটি মোটরসাইকেলকে উত্তর সিটির ময়লাবাহী ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেলের পেছনের সিটে বসা ওই ব্যাক্তি গাড়ির চাকায় পিস্ট হন, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে ট্রাকের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

এর আগে গতকাল রাজধানীর গুলিস্তানে দক্ষিণ  সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামের নটরডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হয়।

সেই ঘটনায় রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলার মাঝেই উত্তর সিটির ময়লার ট্রাক চাপায় মারা গেলো আরেকজন।

রাতে বর্জ্য পদার্থ সংগ্রহ না করে- দিনের বেলা সড়কে কেন ময়লার গাড়ি সড়কে চলে এমন প্রশ্ন তোলেন অনেকেই। ঘটনায় চালকের গাফিলতির অভিযোগ করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন সাধারণ মানুষ।

 news24bd.tv/তৌহিদ