দুবাইয়ে চলতি বছরের প্রথম ১০ মাসে নতুন ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা ৬৯ শতাংশ বেড়েছে। দুবাইয়ের অর্থনীতি ও পর্যটন বিভাগ বলছে, বিভিন্ন ক্ষেত্রে উচ্চ প্রবৃদ্ধির সুযোগ ও সামগ্রিক অর্থনীতিতে ক্রমবর্ধমান আস্থা প্রতিফলিত করে এ পরিসংখ্যান করা হয়েছে।
এআরএন নিউজ জানায়, অক্টোবরে দুবাই দিয়েছে ৫৫ হাজার ১৯৪টি নতুন প্রতিষ্ঠানের লাইসেন্স। গেল বছরের একইসময়ে এ সংখ্যা ছিল ৩২ হাজার ৬২৯ ।
আরও পড়ুন
হোটেলে ফ্রিজে পাশাপাশি কাঁচা মাংস ও পচা তরকারি!
গুরুত্বপূর্ণ ৭০ স্পটে ৪১১ সিসি ক্যামেরা
বিচারের দাবিতে নটর ডেম শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম
শহরটির জ্বালানি তেলবহির্ভূত অর্থনীতি বিস্তৃত হচ্ছে ব্যাপকভাবে। সম্প্রতি শেষ হওয়া এক্সপো ২০২০ কেন্দ্র করেও পর্যটন খাত প্রসারিত হয়েছে দুবাইয়ের।
news24bd.tv/এমি-জান্নাত