পেপসি বাংলাদেশ (ট্রান্সকম বেভারিজ লিমিটেড) তাদের সেলস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম- পেপসি বাংলাদেশ (ট্রান্সকম বেভারিজ লিমিটেড)
পদের নাম- ট্রেইনি সেলস এক্সিকিউটিভ
প্রোগ্রামের নাম- স্টেপ আপ
পদের সংখ্যা- নির্ধারিত না
কাজের ধরন- পূর্ণকালীন
কর্মস্থল- বাংলাদেশের যেকোনো স্থানে
আবেদন যোগ্যতা
বিবিএ পাস।
অবশ্যই ফ্রেশ গ্র্যাজুয়েট হতে হবে।
সব ধরনের কোর্স ওয়ার্ক সম্পন্ন হতে হবে।
আরও পড়ুন:
ফখরুল বললেন, আন্দোলন-আন্দোলন-আন্দোলন
ধর্ষণ মামলায় জামিন: ক্ষমা চাইলেন বিচারক
আবেদনের শেষ তারিখ
১৫ ডিসেম্বর, ২০২১
আবেদন যেভাবে
আগ্রহীদের আবেদনপত্র পাঠাতে হবে ই-মেইলের মাধ্যমে। ই-মেইল পাঠাতে হবে jobs@tbl.transcombd.com এই ঠিকানায়।
news24bd.tv/আলী