যে কারণে প্রথম নারী প্রধানমন্ত্রীর ঐতিহাসিক পদত্যাগ

ম্যাগডালিনা অ্যান্ডারসন

যে কারণে প্রথম নারী প্রধানমন্ত্রীর ঐতিহাসিক পদত্যাগ

Other

সুইডেনের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন পাওয়ার কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করলেন ম্যাগডালিনা অ্যান্ডারসন। এই খবর জানিয়েছে আলজাজিরা।

বুধবার সন্ধ্যায় সংসদে 'বাজেট ডিফিট' এবং দুই দলীয় সংখ্যালঘু সরকারে জোট শরিককে হারানোর পর পদত্যাগ করেন তিনি। এক সংবাদসম্মেলনে তিনি বলেন, সম্মানের হলেও তিনি এমন কোনো সরকারকে নেতৃত্ব দিতে চাননা যার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার মতো কারণ থাকতে পারে।

আরও পড়ুন

হোটেলে ফ্রিজে পাশাপাশি কাঁচা মাংস ও পচা তরকারি!

গুরুত্বপূর্ণ ৭০ স্পটে ৪১১ সিসি ক্যামেরা

বিচারের দাবিতে নটর ডেম শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

এর আগে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ম্যাগডালিনাকে অনুমোদন দেয় সুইডিশ পার্লামেন্ট। বর্তমানে ম্যাগডালিনা দেশটির অর্থমন্ত্রী হলেও বুধবার পার্লামেন্টে ভোটাভুটিতে জিততে পারেননি তিনি।

তবুও তিনি নির্বাচিত হন কারণ, সুইডেনের আইন অনুযায়ী নির্বাচিত হতে শুধু সংখ্যাগরিষ্ঠ এমপির প্রয়োজন ছিল তার। সুইডেনই একমাত্র নর্ডিক দেশ যেখানে এর আগে কোনো নারীকে জাতীয় সংসদ নেতা হিসেবে নির্বাচিত করা হয়নি।

মিজ অ্যান্ডারসন সাংবাদিকদের জানান, আমি স্পিকারকে জানিয়েছি যে আমি পদত্যাগ করতে চাই।

তবে তিনি জানান যে একক দলের নেতা হিসেবে আবারও প্রধানমন্ত্রী হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

সোশ্যাল ডেমোক্র্যাট দলের এই নেতা বলেন, কোনো একটি দল জোট ছেড়ে বের হয়ে গেলে জোট সরকারের ক্ষমতা ছেড়ে দেয়ার সাংবিধানিক একটি চর্চা রয়েছে। আমি এমন একটি সরকারের নেতৃত্ব দিতে চাই না যার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

সংসদের স্পিকার জানান দলের পরবর্তী সিদ্ধান্ত জানতে তিনি দলের নেতাদের সাথে যোগাযোগ করবেন তিনি।

 news24bd.tv/এমি-জান্নাত