বাস মালিকরা বলছেন কোনো হাফ পাস নয়

বাস মালিকরা বলছেন কোনো হাফ পাস নয়

অনলাইন ডেস্ক

শিক্ষার্থীদের হাফ পাসের (মূল ভাড়ার অর্ধেক) দাবির প্রেক্ষিতে সচিবদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে বিআরটিএ অডিটোরিয়ামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই দেড় ঘণ্টার বৈঠক শেষ হয়। তবে আপাতত মালিকরা হাফ ভাড়ায় রাজি নন।

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম বলেন, বাস মালিকরা হাফ পাসে রাজি নন। তারা বলেছেন, সরকার ভর্তুকি না দিলে ঢাকায় ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া রাখা সম্ভব না। বিআরটিএ'র পক্ষ থেকে মালিকদের কাছে প্রস্তাব চাওয়া হয়েছে। তবে কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই আজকের বৈঠক শেষ হয়েছে।

 

আরও পড়ুন: 


আবারও প্রাণ কারল সিটি করপোরেশনের গাড়ি


 

বৈঠকে বাস মালিকদের পক্ষ থেকে জানানো হয়, বেসরকারি বাসে সরকার ভর্তুকি দিচ্ছে না। যানজটে সড়কে ট্রিপ কমে গেছে। টায়ারসহ বিভিন্ন যন্ত্রাংশের দামও বেড়ে গেছে।

এ অবস্থায় ঢাকাসহ বিভিন্ন মহানগরে শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু করা হলে বাসমালিকদের লোকসান গুনতে হবে বলে জানান তিনি।

news24bd.tv/তৌহিদ