যশোরের হোটেল-রেস্তোরাঁর পানি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর

Other

যশোর পৌর এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহ করা পানি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও মারাত্মক ঝুঁকিপূর্ণ। সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের গবেষণায় উঠে এসেছে এ তথ্য।  

গবেষক দলটি যশোর পৌর এলাকার বিভিন্ন ধরনের খাবারের দোকানে সরবরাহ করা পানির গুণগতমান নির্ধারণের লক্ষ্যে একটি সমীক্ষা চালায়। সমীক্ষার ফলাফলে সরবরাহ করা পানির নমুনায় অণুজীবের উপস্থিতি শনাক্ত হয়েছে।

 

গবেষক দলটি যশোর পৌর এলাকার ৩৫টি চায়ের দোকান, রাস্তার পাশের ফাস্টফুডের দোকান, সাধারণ রেস্তোরাঁ ও সজ্জিত রেস্তোরাঁর পানির নমুনা সংগ্রহ করে গুণগত মান যাচাই করে।  

আরও পড়ুন:


 শাপলা চত্বরে নটরডেম কলেজ শিক্ষার্থীদের অবস্থান

শিশু যৌন নির্যাতনের পর মীমাংসা প্রচেষ্টা অতঃপর...


গবেষণার ফলাফলে দেখা যায়, বেশ কয়েকটি নমুনায় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানের চেয়ে বেশি। এছাড়া রাস্তার পাশের ফাস্টফুডের ও ফুসকার দোকানগুলোতে সরবরাহ করা পানি জৈবিকভাবে সবচেয়ে বেশি দূষিত।

স্থানীয়দের অভিযোগ, হোটেল-রেস্তোরাঁর পানি খাওয়ার পর পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা।

  

এ সমস্যা সমাধানে হোটেল রেস্তোরায় ঢাকনাযুক্ত পরিষ্কার-পরিচ্ছন্ন পানির পাত্র রাখার পরামর্শ দিয়েছেন গবেষকরা।

news24bd.tv/ কামরুল