এবার মশাল মিছিলে রিজভী

এবার মশাল মিছিলে রিজভী

অনলাইন ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে মশাল মিছিল করেছে বিএনপি।  

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে স্কাউট মার্কেট পর্যন্ত প্রদক্ষিণ করে। মশাল মিছিলের নেতৃত্বে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।  মশাল মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

এ সময় তারা খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে স্লোগান দেয়।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা হয়। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এ প্রার্থনা সভা হয়। এতেও রুহুল কবির রিজভী ছিলেন।

 

সেখানে রিজভী বলেন, খালেদা জিয়া এ দেশের মানুষের মুক্তির জন্য আজীবন লড়াই করেছেন, এখনও করছেন। তিনি গণতন্ত্রকে অন্ধকার গুহা থেকে উদ্ধার করেছেন। শুধু একবার নয়, একাধিকবার।  

আরও পড়ুন: 


ফখরুল বললেন, আন্দোলন-আন্দোলন-আন্দোলন

ধর্ষণ মামলায় জামিন: ক্ষমা চাইলেন বিচারক


রিজভী আরও বলেন, ’আজ বিকেলে আমি এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলাম। এক কথায় দেশনেত্রীর অবস্থা খুবই খারাপ। ’ 

news24bd.tv/আলী