আইনস্টাইনের বিরল পাণ্ডুলিপির অবাক করা দাম

আইনস্টাইনের বিরল পাণ্ডুলিপির অবাক করা দাম

অনলাইন ডেস্ক

প্যারিস নিলামে বিক্রি হয়ে গেল আলবার্ট আইনস্টাইনের থিয়োরি অব রিলেটিভিটির বিরল পাণ্ডুলিপি। ৫৪ পাতার পাণ্ডুলিপিটি বিক্রি  হয়েছে ১১১ কোটি ৬৪ লাখেরও বেশি টাকায়। যা ঘিরে কৌতূহল ছিল নিলামের শুরু থেকেই।

অবাক করা দামে বিক্রি হয়ে গেল আলবার্ট আইনস্টাইনের থিয়োরি অব রিলেটিভিটির উৎস।

৫৪ পৃষ্ঠার পান্ডুলিপিটির পুরোটাই হাতে লেখা। যার মধ্যে ২৬ পাতা ১৯১৩ সালের জুনে জুরিখে বসে লেখেন আইনস্টাইন। বাকি ২৫ পাতা লেখেন তার প্রিয় বন্ধু সুইজারল্যান্ডের প্রযুক্তিবিদ মিশেল বেসো।

আরও পড়ুন

হোটেলে ফ্রিজে পাশাপাশি কাঁচা মাংস ও পচা তরকারি!

গুরুত্বপূর্ণ ৭০ স্পটে ৪১১ সিসি ক্যামেরা

বিচারের দাবিতে নটর ডেম শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম 

ব্রিটিশ নিলাম সংস্থা ক্রিস্টিজ জানিয়েছে, ১৩ মিলিয়ন ডলার অর্থাৎ ১১১ কোটি ৬৪ লাখ ৪ হাজার ৬৪০ টাকায় বিক্রি হয়েছে মূল্যবান এই পাণ্ডুলিপি।

তবে কার কাছে এই পাণ্ডুলিপি বিক্রি হলো তা গোপন রাখা হয়েছে। এর আগে আইস্টাইনের হাতে লেখা একটি চিঠি যুক্তরাষ্ট্রে এক মিলিয়ন ইউরোতে বিক্রি হয়েছিল। যেখানে তার বিখ্যাত E=MC2 সমীকরণ, তার আগের বিশেষ আপেক্ষিকতা তত্ত্বের একটি অংশ উল্লেখ করা ছিল।

 news24bd.tv/এমি-জান্নাত